অধিকৃত পশ্চিম তীরে ইহুদিদের নির্মাণাধীন একটি উপাসনালয় সিনেগগ ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত দু'জনের মৃত্যু হয়েছে এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছে।
হারেৎজ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নির্মাণাধীন উপাসনালয়ে ধসের ঘটনা ঘটেছে গত রবিবার। ওই সময় সেখানে বহু মানুষ উপস্থিত ছিল।
উপাসনালয়টি জেরুজালেমের উত্তরাঞ্চলের জিভাত জে'এভ এলাকায়। এক ভিডিওতে দেখা যায়, উপাসনালয়টির নির্মাণকাজ অসম্পূর্ণ ছিল।
জানা গেছে, মোট আহত হয়েছে ১৮৪ জন। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ছয়জন। তবে অন্যদের আঘাত সামান্য।
পুলিশ বলছে, ধসের সময় সিনেগগটিতে সাড়ে ছয় শতাধিক মানুষ ছিল। গত রবিবার সিনেগগটি প্রার্থনার জন্য খুলে দেওয়া হয়েছিল।
সূত্র: হারেৎজ নিউজ
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]