আব্দুল জলিল মিয়া সাভার (আশুলিয়া),ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আজ ৩ নভেম্বর (বুধবার) জেলহত্যা দিবস। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।।জেলহত্যা দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও আসন্ন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজু আহমেদ এর উদ্যোগে বাদ আসর আশুলিয়া গৌরীপুর এলাকায় মোঃ রাজু আহমেদ এর নির্বাচনীও প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এসময় মোঃ রাজু আহমেদ বলেন পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতা হত্যার তদন্ত কমিশন গঠন করা হয়েছিল লন্ডনে। এসব হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন ও বিচারের প্রক্রিয়াকে যেসব কারণ বাধাগ্রস্ত করেছে সেগুলোর তদন্ত করতে ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই তদন্ত কমিশন গঠন করা হয়। তবে সেই সময়ে বাংলাদেশ সরকারের অসহযোগিতার কারণে ও কমিশনের একজন সদস্যকে ভিসা না দেওয়ায় এ উদ্যোগটি সফল হতে পারেনি। তখন বাংলাদেশের সরকার প্রধান ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।