ফ্রান্সের একটি গ্রামে যৌথভাবে বিশাল ভূসম্পত্তি কিনেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। সেই ভূসম্পত্তিতে আছে প্রাসাদসম বাড়ি ও আঙুর বাগান। পিটের সঙ্গে বিচ্ছেদের পর জোলি নিজের অংশ বিক্রি করে দিয়েছেন। এ কারণে জোলির বিরুদ্ধে মামলা ঠুকেছেন পিট।
বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে পিটের পক্ষ থেকে এ সংক্রান্ত আইনি নথি দাখিল করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, শর্ত ছিল পরস্পরের অনুমতি ছাড়া ওই সম্পত্তির কোনো অংশ বিক্রি করা যাবে না। কিন্তু জোলি শর্ত ভেঙেছেন। পিটের অনুমতি ছাড়াই রাশিয়ার এক ব্যবসায়ীর কাছে নিজের অংশ বিক্রি করে দিয়েছেন জোলি। এতে ক্ষতি হয়েছে ব্র্যাড পিটের। কারণ, ওই আঙুর বাগানে পিটের অনেক বিনিয়োগ আছে।
২০০৮ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি বাড়ি ও ওয়াইন তৈরির আঙুর বাগান নিয়ে শ্যাতু মিরাভেল নামের এই সম্পত্তি কেনেন জোলি-পিট। ২০১৪ সালে সেখানেই বিয়ে করেন তারা।
এই বিষয়ে জোলি কিংবা তার আইনজীবী এখনো কোনো মন্তব্য করেননি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]