রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২৯ নভেম্বর ২০২৪ | ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
জয়পুরহাটে ইভটিজিং রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ জয়পুরহাট পৌর শহরের হাজী বদর উদ্দিন রোড,বঙ্গবন্ধু রোড,মাদ্রাসা রোডসহ শহরের বিভিন্ন এলাকায় ইভটিজিং রোধে শিক্ষা প্রতিষ্ঠান এলাকা গুলোতে ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে সচেতনতা মূলক এই মতবিনিময় সভায় বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সভার আহবায়ক জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, কাউন্সিলর ওলিউজ্জামান বাপ্পী, মামুনুর রশিদ, মতিউর রহমান বাবু, হায়দার আলী পলাশ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন প্রমুখ।সভায় বক্তারা বলেন,জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনা রেখে বাহিরে এসে কিশোরীদের ইভটিজিং করতে না পারে সেই জন্য পরিবারের সদস্য ও একে অপরকে সচেতন করতে হবে।শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইভটিজিং মুক্ত সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে যার কোন বিকল্প নেই বলে বক্তারা বলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.