নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ৫ শ ৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব সদস্যরা।
সোমবার (২১ নভেম্বর) রাতে পাঁচবিবি পৌরসভার সোনাপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বালিঘাটা বাজারের মৃত আলী
হোসেনের ছেলে জামাল হোসেন(৫০) ও একই এলাকার আব্দুর রহমান শেখের ছেলে শেখ রানা(৩০)।
সোমবার সকালে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এর নেতৃত্বে,পৌর শহরের সোনারপট্টি এলাকায় মাদক কারবারীরা ইয়াবা ট্যাবলেট ও বুপ্রেনরফিন ইঞ্জেকশন কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি সোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা এবং বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাব সংগ্রহ করে অভিনব কায়দায় জেলার বিভিন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদর নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন অনুযায়ী মামলা দায়ের করা রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]