রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৮ রজব ১৪৪৬
জয়পুরহাটে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক
উত্তম কুমার,জয়পুরহাট,প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারের বটতলা মোড় এলাকা থেকে ৩ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রজিনা বেগম (৩৮) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শনিবার (২৯ মে) দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত রজিনা বেগম দিনাজপুর জেলার হাকিমপুর (বাংলা হিলি) উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের লিটন শেখের স্ত্রী।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারের বটতলা মোড়ের পূর্ব পাশে একজন মহিলা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উক্ত স্থানে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টেরপেয়ে রজিনা সুকৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে মহিলা পুলিশ দ্বারা দেহ তল্লাশী করলে ৩ শত ৫০ পিস ইয়াবা পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.