রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬
জয়পুরহাটে করোনায় মৃত্যু-২,শনাক্ত-৪৮
উত্তম কুমার,জয়পুরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
জয়পুরহাটে করোনাভাইরাস এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভা এলাকায় বুধবার বিকেল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।এর আগে জয়পুরহাট সদর, পাঁচবিবি ও কালাই পৌরসভা এলাকায় এই বিধিনিষেধ জারি করা হয়।এদিকে এ জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু বেড়ে দাড়ালো ২৩ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৪৮ জন করোনা রোগী। এই নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৮ জনে।জেলা সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী জানান, ২ শত ৮৩ জনের করোনার টেস্ট করে ৪৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা হাসপাতালে ও বাড়ির আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় মোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৭ শত ৫৯ জন।জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম জানিয়েছেন, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতরাতে মিটিং করার পর জয়পুরহাটের আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভা এলাকায় বিধিনিষেধ জারি করা হয়েছে। স্বাস্থবিধি মানাতে প্রশাসন মাঠে তৎপর রয়েছে। এছাড়াও সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহব্বান জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.