নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে,জয়পুরহাটে সংঘবদ্ধ কুখ্যাত প্রতারক চক্রের ৬ জন সদস্যকে জাল মুদ্রা ও প্রতারনার সরঞ্জামসহ আটক করেছে র্যাব সদস্যরা।গত শুক্রবার রাতে শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড় এলাকার বৈশাখী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আলামতসহ হাতেনাতে তাদেরকে করা হয়।আটককৃতরা হলেন, ঢাকা বংশাল উপজেলার বাগডাসালেন গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে এসএস আলিম (৫০), ঢাকা শিল্পাঞ্চল উপজেলার নাখালপাড়া গ্রামের মৃত সাইজুদ্দিনের ছেলে মো.টিটু মিয়া (৪৮), গোপালগঞ্জ জেলার মকছেদপুর উপজেলার বেজরা গ্রামের মৃত আকমল ভূইয়ার ছেলে মো.মিন্টু ভূইয়া (৩৮), ফিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মাহফুজ হাওলাদার (৩৫),নোয়াখালী জেলার সাথুরাম উপজেলার পূর্ব মহোদুলি গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে ফজলুল হক (৪৮), চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নওদাপাড়া গ্রামের এনামুল হক জেল্টের ছেলে শাহিন উদ্দিন মিলন (৩০)।আটকের বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান, আটককৃত উক্ত আসামীরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এবং পেশায় তারা গার্মেন্টসে কাজ করে। তারা জাল কয়েন বিক্রি করে যেগুলো খুব দামী এবং উচ্চ বিকিরণ পদার্থ দিয়ে তৈরী বলে দেশের বিভিন্ন স্থানে এমন প্রতারনা করে অবৈধ ভাবে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল।তিনি আরো জানানা,চক্র মহলের ৬ সদস্য জয়পুরহাটে প্রতারণার উদ্দেশে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৩ টি নকল জাল মুদ্রা, ১টি রাসায়নিক পদার্থ বোতল, একটি নিশান কার (১৩,০০,০০০/- টাকার),১টি জাল চেক, ১১ টি মোবাইল ফোনসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
১৫ views