জয়পুরহাট প্রতিনিধি:শিক্ষা, ঐক্য ও প্রগতি এ তিন মূলনীতিকে ধারণ করে বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাট জেলা ছাত্র দলের উদ্যোগে পালিত হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকালে জয়পুরহাটে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন ওড়ানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মামুনুর রশিদ প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবয়ক মোঃ গোলজার হোসেন, যুগ্ন-আহবয়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের আহবায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা কৃষক দলের আহবায়ক মোঃ সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মন্জুরে মাওলা পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য সচিব মোঃ মোক্তাদুল হক আদনান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রিপন হোসাইন, পৌর ছাত্রদলের আহবায়ক হাসানুল বান্না হাসান, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ রেজাউল করিম রেজা, সদস্য সচিব পিয়াস আহমেদ প্রমূখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]