নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ- 'বছরব্যাপী ফল চাষে,অর্থ ও পুষ্টি দুই-ই আসে' এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনগণের পুষ্টির চাহিদা পূরণ করার লক্ষ্যে জয়পুরহাটে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ জুন) দুপুর ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্তরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন জয়পুুরহাট জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা মৎস্য অফিসার সরদার মহীউদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্মল পরিবেশ রক্ষায় গাছের অবদান অপরিসীম। গাছহীন পরিবেশ মস্তকবিহীন দেহের সমান। পরিবেশ রক্ষায় সকলকে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে তারা বক্তব্য রাখেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]