নিরেন দাস (জয়পুরহাট) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ জয়পুরহাটে দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্পায়নে আইএমএমএম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালাজি,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সম্মেলন কক্ষে জয়পুরহাট জেলা আইএমএমএম,বিসিএসআইআর এর (ভারপ্রাপ্ত) পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান এর সভাপতিত্বে,অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম।এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন, আইএমএমএম এর প্রিন্সিপাল প্রকৌশলী নাহিদ জাহান,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.প্রদীপ কুমার বিশ্বাস,এ্যাড.নিপেন্দ্রনাথ-(পিপি)জয়পুরহাট জেলা জর্জ কোর্ট ও জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু প্রমুখ।কর্মশালায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে উদ্ভাবিত দেশীয় পণ্য ব্যবহার করে নানামুখী শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। সারাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজসম্পদ গুলো গবেষণা করে দেশীয় সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে,ঠিক তেমনি নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে যাতে করে বেকারত্ব দূর বলে তারা বলেন।অনুষ্ঠিত কর্মশালায় জয়পুরহাট জেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক,উদ্যোক্তা,সাধারণ ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
৬ views