রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৮ রজব ১৪৪৬
জয়পুরহাটে ধানবোঝাই ট্রাক উল্টে নিহত-১
উত্তম কুমার,জয়পুরহাট,দৈানক শিরোমণিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকের সহকারী রাকিব হাসান (২৫) নামে একজন নিহত হয়েছেন।বুধবার (১২ মে) সকালে উপজেলার পূর্ণগোপীনাথপুর এলাকায় আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাকিব হাসান বগুড়া সদর উপজেলার নামুজা মসজিদ পাড়া মহল্লার আব্দুর রশীদের ছেলে।আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুরের পীরগঞ্জ থেকে একটি ধানবোঝাই ট্রাক আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়ক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। পথে উপজেলার পূর্ণগোপিনাথপুর এলাকায় ট্রাকটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বের একটি ধানক্ষেতে উল্টে পড়ে যায়। এসময় চালকের পাশে বসা তার সহকারী রাকিব হাসান ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.