উত্তম কুমার,জয়পুরহাট প্রতিনিধি দৈনিক শিরেরামণিঃ
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো করোনা সুরক্ষা সামগ্রী জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।সোমবার (১৪ জুন) বিকেলে জেলা আধুনিক হাসপাতাল মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে পাঠানো অক্সিজেন কনসেন্ট্রেটরসহ বিভিন্ন করোনা সুরক্ষা সামগ্রী গুলো জেলা হাসপাতালের তত্ত্বাবধারক ডাঃ রাশেদ মোবারক জুয়েল এর নিকট হস্তান্তর করা হয়।করোনা সুরক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিতি বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট,জেলা সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল,জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রাজা চৌধুরী,গোলাম হক্কানী,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা।অনুষ্ঠানে বক্তারা বলেন,জয়পুরহাট জেলাটি ভারত দেশ সীমান্ত ঘেঁষা হওয়াই এ জেলায় দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। এরপরেও সাধারণ মানুষের মধ্যে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানার কোন প্রবণতা নেই। করোনা নিয়ন্ত্রণে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব মেনে চলাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এমনকি করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ গুলো সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। করোনা নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনাগুলো জেলার জনগণকে মেনে চলার জন্য আহব্বানও জানান তারা।
৩ views