রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১ | ১২ রজব ১৪৪৬
জয়পুরহাটে বাল্যবিবাহের রেজিস্ট্রি করায় কাজীসহ আটক-২
নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ জয়পুরহাটে ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীকে ২৫ বৎসরের এক যুবকের সাথে বিবাহ রেজিস্ট্রি করার অভিযোগে আব্দুর রউফ চঞ্চল (৩৮) নামে কাজী ও তার সহকারী আমিনুল ইসলাম দুলাল (৫২)কে আটক করেছে পুলিশ। গত ১২ ই ডিসেম্বর সন্ধ্যায় জয়পুরহাট শহরের একটি বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর এক শিক্ষার্থীর সাথে জয়পুরহাট শহরের টুকুরমোড় এলাকার বাসিন্দা মোকবুল হোসেনের ছেলে জাহিদ হোসেনের সাথে রেজিষ্ট্রি মূলে বিবাহ রেজিস্ট্রি করেন আব্দুর রউফ চঞ্চল ও তার সহকারী আমিনুল ইসলাম দুলাল। বিয়ের পরেরদিন ওই স্কুল ছাত্রী তার প্রধান শিক্ষককে বিষয়টি খুলে বললেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেওয়ার বিষয়টি আমলে নিয়ে প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার বাদী হয়ে ১৮ জানুয়ারি সদর থানায় বর জাহিদ হোসেন, কাজী চঞ্চল, তার সহকারী দুলাল ও ধানমন্ডি মহল্লার বাসিন্দা স্কুল ছাত্রীর খালা আমেনা বেগম (৪২) ও তার নানা মজিবর রহমান ভাদু (৫৮) কে আসামী করে একটি মামলা দায়ের করেন। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর জাহান বলেন, এই মামলায় উল্লেখিত কাজী ও তার সহকারীকে মঙ্গলবার রাতে পাচুরচক ও ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়৷ উক্ত মামলার এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.