রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
জয়পুরহাটে র্যাবের অভিযানে ৯ জন মাদকসেবী আটক
নিরেন দাস (জয়পুরহাট) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল জয়পুরহাট সদর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নয় (৯)জন মাদক সেবনকারীদের মাদক সেবনরত অবস্থায় ও মাদক সেবনের আলামতসহ আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা।শুক্রবার (২৯ অক্টোবর) রাতে র্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকার যুদ্ধাপরাধী আব্দুল আলিম এর ভাঙা গুডাউনের ফাঁকা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে।আটককৃতরা হলেন,শান্তিনগর এলাকার শ্রী অংগেত সিং এর ছেলে শ্রী সাগর সিং (২৭), মৃত সুদেব সিং এর ছেলে শ্রী বাপ্পি সিং(২৩), মো.আনোয়ারুল ইসলামের ছেলে মো.জুবায়ের হোসেন(২২),শ্রী নিরেন সিং এর ছেলে শ্রী আাকাশ সিং(২২),মৃত বাদনা উড়াও এর ছেলে শ্রী বিরেন উড়াও (৪৮), শহরের প্রফেসর পাড়ার মো.মাহমুদুল হক সরকারের ছেলে মো.মিজানুর রহমান রানা(৪৫),সাহেব পাড়ার মো.দুলাল হোসেনের ছেলে মো.বেলাল হোসেন(২২), সবুজ নগর এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মো.ওবায়দুল বারী (৪২) ও মাদ্রাসা পাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে মো.শরীফ হোসেন(৪২)।পরবর্তীতে ধৃত আটককৃতদের থানা সোপর্দ করে ধৃত মাদকসেবীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের আটক করাসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নির্দেশ ও র্যাব মহা-পরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে গত ৪ মে ২০১৮-ইং তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.