রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৫ পৌষ ১৪৩১ | ২৭ জমাদিউস সানি ১৪৪৬
জয়পুরহাটে শত্রুতার জেরে ‘বায়োজিদকে’ খুন
নিরেন দাস, জয়পুরহাট জেলা প্রতিনিধি :
প্রায় দেড় মাস আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর এলাকার একটি মাঠ থেকে সদর উপজেলার দক্ষিণ বিষ্ণপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে বায়োজিদের লাশ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় নিহতর পরিবার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে ক্লুলেস মাডার্রের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। অবশেষে পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় রাফিউল হাসান (১৯) নামে এক আসামিকে গাজীপুর থেকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।
আটককৃত আসামি- উপজেলার রসুলপুর পণ্ডিত পাড়া এলাকার ফিরোজ হাসানের ছেলে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা,পুলিশ পরিদর্শক(ওসিতদন্ত)সাইদুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার এসআই ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুর থেকে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। সে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলেও নিশ্চিত করেছেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.