প্রতিনিধি, জয়পুরহাট :'কল কল ছল ছল, নদি করে টলমল.." গানে উচ্ছ্বাসিত জয়পুরহাটের গান পাগল মানুষ। এই গানের গীতিকার ও সুরকার এ জেলার গুণী ব্যক্তিত্ব এবং ক্রীড়াবিদ এ.কে. এম. আব্দুল আজিজের ১০০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে "গান শোনাবে কে বল আজ গাঁওয়ালী সুরে'' শিরোনামে জয়পুরহাটে গানে গানে স্মরণানুষ্ঠান উদযাপন করা হয়।বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় সংগীত ভুবনের আয়োজনে শহরের ডাঃ শহীদ আবুল কাশেম ময়দানে এ.কে. এম. আব্দুল আজিজের ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটিআলোচনা সভায় একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লালন হোসেনের সঞ্চালনায় রক্তব্য রাখেন সংগীত ভুবনের সভাপতি রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক তামান্না ইয়াসমিন, ভাওয়াইয়া সম্রাজ্ঞী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম প্রমূখ।পরে জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রশিক্ষণ, প্রতিযোগিতা, সেমিনার ও লোকসংগীত উৎসবের কর্মসূচি ঘোষণা করেন সংগঠটির সভাপতি রাজা চৌধুরী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]