রাশেদুজ্জামান রাশেদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি : সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং উগ্রবাদের বিরুদ্ধে জয়পুরহাটে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ‘উগ্রবাদ প্রতিরোধ ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা’ শীষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা পুলিশের সহযোগিতায় জেলা পুলিশ লাইনের ড্রিলসেটে এ সেমিনার করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ)
কে এম এ মামুম খান চিশতী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, বানিয়াপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক গোলাম হক্কানী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মী আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং উগ্রবাদ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি রেখেছেন। বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিতে বাধা প্রদানকারী উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের ভূমিকা এবং তাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন।