রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৮ রজব ১৪৪৬
জয়পুরহাটে স্কুল ছাত্রীকে অপহরণকারী এক যুবক আটক
আমিনুর রহমান,জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে রাজ্জাক সরকার (৩৬) নামে এক যুবক অপহরণ করে। অপহরণকারী যুবক রাজশাহী জেলার মেহেরপুর উপজেলার বেড়াবাড়ি সাধুরপাড়া এলাকার সুখবুল সরকারের ছেলে।
এঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি অপহরণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক করে ও স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে তার পরিবারের নিকট হস্তান্তর করে আটককৃত অপহরণকারী যুবক রাজ্জাক কে জয়পুরহাট জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
থানায় এজাহার সূত্রে জানাগেছে, ওই যুবক উপজেলার মাঝিনা গ্রামের জৈনক এক ব্যক্তির বাড়িতে দিনমজুরের কাজ করতো। সেই সুবাদে ওই স্কুলছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এতে ওই স্কুলছাত্রী অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে গত ২১ মার্চ বিকালে ওই স্কুলছাত্রী উপজেলার মাঝিনা গ্রামের রাস্তা পাশে ব্রিজের উপর ঘুরতে গেলে অপহরণকারী বখাটে রাজ্জাক তাকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে জোরপুর্বক অপহরণ করে জেলা শহরের দিকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে মেয়েকে কোথাও না পেয়ে মেয়েটির পরিবার থানায় মামলা করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারী যুবককে আটক করে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.