নিরেন দাস (জয়পুরহাট) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ জয়পুরহাটের কালাইয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটের বিকল্প মাদক ৩ শত ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো.আব্দুল গোফ্ফার (৩৫) নামে এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।বুধবার (০৮ ডিসেম্বর) রাতে সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে,ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জেলার কালাই উপজেলার পাইকপাড়া পাকার মাথা নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কালাই উপজেলার উত্তর তেলেহার এলাকার কোরবান আলী ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী মো.আব্দুল গোফ্ফার কে ৩ শত ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করা হয়।আটককে বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বুধবার রাতে র্যাবের কাছে উক্ত মাদক ব্যবসায়ীর বিষয়ে একটি গোপন সংবাদ আসলে উক্ত সংবাদের ভিক্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প প্রধান কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির কে অবহিত করে র্যাব সদস্যরা কালাই উপজেলার পাইকপাড়া পাকার মাথায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্যাবলেটসহ ৩ শত ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মো.আব্দুল গোফ্ফার কে হাতেনাতে আটক করা হয়।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আটকের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত মাদক ব্যবসায়ী স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট চোরাইপথে অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতিবয়সী তরুণদের নিকট ট্যাবলেট গুলো সরবরাহ করে আসছিল। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী মো.আব্দুল গোফ্ফার কালাই থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে কালাই থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এবিষয়ে সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের আটক করাসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহা-পরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে গত ০৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং তারই ধারাবাহিকতায় র্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ মাদক ব্যবসায়ীদের আটক করছে বলেও তিনি জানান।
৯ views