জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটে বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামি জনাব আলীকে (৩৭) গ্রেফতার করেছে র্যাব-৫,। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।গ্রেফতার ব্যক্তি কালাই উপজেলার বিয়ালা গ্রামের জাইবর আলীর ছেলে।
র্যাব জানায়,গত ২০১৮ সালের ১৯ ডিসেম্বর কিষন রুংটা নামে এক নারী তার নিজ বাড়িতে খুন হন।
জয়পুরহাট পৌরসভার মারোয়াড়ী পট্টিতে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা তার বাড়ি হতে নগদ অর্থ ও সোনা বাবদ প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে বিপিন রুংটা ২০১৮ সালের ২২ ডিসেম্বর বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু আড়াই বছর যাবৎ মামলার রহস্য উদঘাটন করতে না পারায় আদালত মামলাটি জয়পুরহাট সিআইডি’র কাছে হস্তান্তর করে। এরপর সিআইডি জয়পুরহাট র্যাব ক্যাম্পের কাছে আসামি গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা চায়।
পরবর্তীতে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহারে আসামিকে শনাক্ত করতে সক্ষম হয় র্যাব। কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা'র নেতৃত্বে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ী ঘাট এলাকা হতে আসামি জনাব আলীকে (৩৭) গ্রেফতার করতে সক্ষম হয়।পরে রাতেই গ্রেফতার আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সিআইডি কার্যালয়ে হস্তান্তর করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]