রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
জয়পুরহাটে ৯-ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত
নিরেন দাস (জয়পুরহাট) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সারাদেশের ন্যায় চতুর্থ ধাপে জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউপিতে ৬৩ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ৯ টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সদস উপজেলার ৯ টি ইউপির মধ্যে জামালপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসনাতুজ্জামান মিঠু নির্বাচিত হলে এ ইউপিতে সংরক্ষিত সদস্য পদে নারী ও সাধারণ সদস্য পদে পুরুষ প্রার্থীদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।জয়পুরহাট জেলা নির্বাচন অফিস সূূত্রে জানা যায়, এবার সদর উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৪ শত ৯৭ জন। এর মধ্যে ৯০ হাজার ৮ শত ২৯ জন পুরুষ ও ৮৮ হাজার ৬ শত ৬৮ জন নারী ভোটার। এ নির্বাচনে ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৩ জন।এবং সংরক্ষিত সদস্য পদে ১ শত ৩৩ জন নারী ও সাধারণ সদস্য পদে লড়ছেন ৩ হাজার ৫ শত ১৬ জন পুরুষ প্রার্থী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছে আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি টহল ছিলো চোখে পড়ার মতো।জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, ৯ টি ইউপি নির্বাচনে সকাল থেকে বিকেল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে তিনি বলেন শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোট গণনা চলছে ফলাফল এলে আপনাদের জানানো হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.