জয়পুরহাট প্রতিনিধি :এবার জয়পুরহাট চিনিকলে ৩০ হাজার ১০০ টন আখ থেকে ১ হাজার ৮৬৬ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চিনিকলে আখ সঙ্কটের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে ৬০তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে এ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন চিনি শিল্প করপোরেশনে পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর যুগ্ম সচিব ও বিএসএফআইসি এর পরিচালক (অর্থ) খন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামছুল আলম, সুগার মিলস লি. এর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকতার, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব সহ সুগার মিলস লি. এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২৫ দিন মিল চালু থাকবে এবং চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৬ দশমিক ২ ভাগ। এতে এবার ৩০ হাজার ১০০ টন আখ মাড়াই করে ১ হাজার ৮৬৬ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জয়পুরহাট চিনিকল কর্তৃপক্ষ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আখ সঙ্কট রয়েছে। জয়পুরহাট চিনিকলে চলতি ২০২২-২৩ আখ রোপণ মৌসুমে ৬ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতোমধ্যে ১ হাজার ৫৪০ একর জমিতে আখ রোপণ সম্পন্ন হয়েছে। রোগ বালাইমুক্ত আখ উৎপাদনের লক্ষ্যে ১০টি সাব জোনে আড়াই শতাধিক আখচাষিকে এবার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলে জানা যায়।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, গতবারের মতো এবারও মিল গেটে কুইন্টাল প্রতি ৪৫০ এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৪৪০ টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]