রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
জয়পুুরহাটে গভীর রাতে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে'চ্যাপম্যান অফ দ্য হিউম্যানিটি' নামে একটি ফেইসবুক পেজ খোলেন শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান সাম্য। মূলত মানবিক কাজের একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম এটি। এ কাজে বিভিন্নভাবে সহযোগীতা করছে তার বন্ধু নাবিল, মোনাফ, মনির মাহিসহ অন্যান্যরা।
তারা সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সবাইকে মানবিক কাজ করতে উৎসাহিত করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যতটা সম্ভব মানুষের জন্য কিছু করা।
এরই ধারাবাহিকতায় হাতখরচের টাকা জমিয়ে এবং নিকটতম আত্মীয় স্বজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা বৃহস্পতিবার দিবাগত রাতে জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকার অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
এসময় তারা মানবতার এই যাত্রায় তাদের সাথে যোগ দেওয়ার জন্য সমাজের বৃত্তবানসহ সবাইকে বিনীত ভাবে অনুরোধ জানায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.