সেপ্টেম্বরে ইতিহাস গড়ার পর মাঝে টেনিস কোর্টে সময়টা ভালো কাটছিল না এমা রাডুকানুর। কোভিড আক্রান্ত হওয়ায় প্রাক মৌসুম প্রস্তুতিতে ঘটেছিল ব্যাঘাত। কোর্টে ফিরে পেতে হয়েছিল বড় হারের তেতো স্বাদ। তবে বড় মঞ্চে ফিরেই আরও একবার নিজের সামর্থ্য দেখালেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন অভিষেকে যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিভেন্সকে হারিয়ে শুভসূচনা করলেন ব্রিটেনের এ তারকা।
গত ইউএস ওপেনের চ্যাম্পিয়ন রাডুকানু মঙ্গলবার মেলবোর্নে প্রথম সেট জেতেন মাত্র ১৭ মিনিটে। ১৯ বছর বয়সী এ খেলোয়াড় দ্বিতীয় সেটে হারলেও ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি জেতেন ৬-০, ২-৬, ৬-১ গেমে।
১৭তম বাছাই রাডুকানু আগামী বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে মন্টিনেগ্রোর দানকা কোভিনিচের মুখোমুখি হবেন।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোসের পর নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের পর কোর্টে র্যাকেট ফেলে উদযাপন করেন রাডুকানু, যা তার ট্রেডমার্ক উদযাপনে পরিণত হয়েছে।
টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জয়ের অনন্য কীর্তি গড়েন রাডুকানু। ১৭ দিনের মধ্যে বাছাইপর্বের তিনটিসহ মোট ১০ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]