রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১ | ১০ রজব ১৪৪৬
ঝালকাঠিতে গুপ্তধন লোপাট, শ্রমিক নেতা বাবুল গ্রেপ্তার
এইচএম নবীনর: বিশেষ প্রতিনিধি, ঝালকাঠি:ঝালকাঠি শহরের পালবাড়ী এলাকায় বসত বাড়ির জমি খনন কালে মাটির মধ্যে পুতে রাখা হাড়ি ভরা গুপ্তধন লোপাটের অভিযোগ পাওয়া গেছে। নারায়ন পাল নামের এক ব্যাক্তির বিক্রি করা বসত ভিটা খননের সময় শনিবার বিকেলে পাওয়া এ গুপ্তধন লুটপাট করারও অভিযোগ পাওয়াগেছে।পুলিশ গুপ্তধন সন্ধানের মাঠে নেমে পুলিশ ঘটনায় জড়িত শ্রমিক নেতা বাবুল
হাওলাদার (৬০) কে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে। ঘটনায় জড়িত শহরের পালবাড়ী এলাকার আফজাল হোসেন ও শাহিন নামে দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ তথ্য নিশ্চিত করেছে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান।স্থানীয় প্রত্যাক্ষদর্শী নাজমা বেগমসহ কয়েকজন ঘটনার বিবরনে জানায়, বাসন্ডা নদীর পশ্চিম পাড়ে নারায়ন পাল'র বসতসভিটা সম্প্রতী ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ক্রয় করেছেন।শনিবার সকাল ৯টায় ঐ জমি ভেকু মেশিন দিয়ে খনন করতে গেলে দুইটি মাটির কলস মুখ বাধা অবস্থায় পাওয়া যায়। তখন ভেকুর শুরের আঘাতে একটি কলস ফেটে গেলে ভেতরে থাকা শতশত রৌপ্যমুদ্রা বেড়িয়ে আসে।কলস ভর্তি গুপ্তধন পাওয়া গেছে এমন খবরে আশপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে সব মুদ্রা লোপাট করে নেয়। তবে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যাক্ষদর্শী এক নারী বলেন, ২০ থেকে ২৫ টা মুদ্রা স্থানীয় অনেকে নিয়ে গেছে।বেশিরভাগটা ঐখানে থাকা উপস্থিত বাবুল মেম্বার, আফজাল হোসেন ও শাহিন দ্রুত সরিয়ে ফেলেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.