এইচএম নবীন: বিশেষ প্রতিনিধি, ঝালকাঠি:ঝালকাঠি প্রেসক্লাবের সিন্ডিকেট কমিটি বাতিল করে সকল সাংবাদিকদের সমন্বয়ে নতুন কমিটি গঠন ও সিন্ডিকেট কমিটির সেচ্ছাচারিতার প্রতিবাদে ঝালকাঠি সাংবাদিক সমাজ এবার ৩ দিনের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করেছে। গত ২৭ জুন সন্ধ্যার পর এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। ২৮ জুন থেকে এ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি সিন্ডিকেট কমিটির সাংবাদিকদের স্বার্থ বিরোধী কাজ, সকল অনিয়ম ও অবৈধ কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যেই এই সিন্ডিকেট কমিটির প্রতিবাদে মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।গণস্বাক্ষর ও লিফল্টে বিতরণ কর্মসূচির বিষয়ে কর্মসূচি পরিচালনা কমিটির সাংবাদিকরা জানান, যদি প্রেসক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় এ বিষয়ে কোন উদ্যোগ না নেয়া হয় তাহলে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে। যে জেলায় প্রেসক্লাবের কমিটির বিরুদ্ধে এভাবে কর্মসূচি নেয়া হয় ঐ ক্লাব পরিচালনা কমিটির অনিয়ম ও দূর্নীতি এবং গ্রহনযোগ্যতা কোন পর্যায়ে তা সহজেই অনুমেয়। তারা আরো জানান, গণস্বাক্ষর সংগ্রহ শেষে বিস্তারিত ভাবে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। ইতিমধ্যেই জেলার সাংবাদিকরা এসব বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ স্থানীয় কর্তৃপক্ষকে অবগত করেছে। পর্যায়ক্রমে ১ মাসের কর্মসূচি শেষ করে সাংবাদিকরাই চুড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। যাতে এই সিন্ডিকেট তখন কারো দ্বারস্থ হয়ে সাংবাদিকদের বিষয়ে মিথ্যা অপবাদ বা অভিযোগ করে ফায়দা লুটতে না পারে। উল্লেখ্য ঝালকাঠি প্রেসক্লাবের কিছু সাংবাদিক সিন্ডিকেট করে দীর্ঘ দিন ধরে পালাক্রমে পকেট কমিটি করে ফায়দা হাসিল করছে। সম্প্রতি প্রেসক্লাবের পাতানো নির্বাচনে ক্লাবের সদস্যরাই প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে লিখিত ভাবে অনিয়ম তুলে ধরে নির্বাচন স্থগিত করার আহ্বান জানালেও তা অবজ্ঞা করা হয়। অথচ প্রেসক্লাবের বাহিরে ঝালকাঠিতে কর্মরত বেশির ভাগ সাংবাদিকদের সদস্য না করে বিভিন্ন টালবাহানার মাধ্যমে প্রতারণার আশ্রয় নিচ্ছে এই সিন্ডিকেট। যে সকল সদস্যরা তাদের এসব অপকর্মের প্রতিবাদ জানাচ্ছে তাদের বিভিন্ন অযুহাতে বহিস্কার শোকজ ইত্যাদি করে হয়রানী করছে। ঝালকাঠির এমপি আমির হোসেন আমু এবং জেলা আওয়ামীলীগসহ সুধী সমাজ এ বিষয়টি সমাধানে উদ্যোগ নিলেও তাদের প্রস্তাবকে কোন গুরুত্ব না দিয়ে অবজ্ঞা করা হয়েছে। তাই এবার সাংবাদিকরাই সাংবাদিকদের সমস্যা সমাধানে এ উদ্যোগ নিতে বাধ্য হয়েছে।