ঝিকরগাছা (যশোর) থেকে রফিউল ইসলাম :যশোর ঝিকরগাছা উপজেলা ইট প্রস্তুতকারি মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। (২৮ ডিসেম্বর) বিকালে বেনেয়ালি গোল্ড ব্রিকস কার্যালয়ে ইটভাটা মালিকদের উপস্থিতিতে আর কে ব্রিক্স এর স্বত্বাধিকারী ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্বাস ব্রিক্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুর রাজ্জাককে সভাপতি ও জয়েন্ট ব্রিকস এর স্বত্বাধিকারী আলহাজ্ব হুমায়ুন কবির কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি স্টার ব্রিক্স এর স্বত্বাধিকারী আব্দুস সালাম ,সহ- সাধারণ সম্পাদক মেসাস মজনু ব্রিক্স এর স্বত্বাধিকারী মোঃ মজনু মিয়া। কমিটি গঠন উপলক্ষে শাপলা ব্রিক চত্বরে এক প্রীতি ভোজ অনুষ্ঠানে
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, কার্যকরী সদস্য এম আর মাসুদ, নির্সবাহী সদস্য কে এম ইদ্রিস, নির্বাহী সদস্য তারিক মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন, ইটভাটা মালিক সমিতির অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।
no views