বিল্লাল হোসেন সোহাগ শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা সদর হাসপাতালের ডাক্তার ও ডিএমএফ ইন্টার্নীদের আয়োজনে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরন করা হয়েছে ।
২১ জুন মঙ্গলবার দুপুর হতে দিনব্যাপি অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মানবাধিকার সংস্থা আমাদের আইনের শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জাহাঙ্গির ।
এসময় আমাদের আইনের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান , উত্তর কান্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আলমগীর হোসেন , ইন্টার্নীদের মধ্যে মেহেদী হাসান , সোহেল রানা , রাকিব হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
মেডিক্যাল ক্যাম্পের মূল উদ্যোক্তা মাহবুব আলম জাহাঙ্গির বলেন , বন্যাদূর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুব আনন্দিত । এতে করে এ এলাকার বন্যাদূর্গত মানুষেরা চিকিৎসা ও ত্রাণ সহয়তা পাবে । এছাড়া তিনি একাজে সহযোগিতার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
পরে উপস্থিত বন্যাদূর্গতের মাঝে ঔষধ ও ত্রাণ বিতরন করা হয় ।