মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী কুটিপাড়া গ্রামে সোমবার সকাল ৮ টার দিকে একই গ্রামের চেয়ারম্যান প্রার্থী মো: মোলায়েম খাঁ ( মুলা খাঁ)’র সমর্থক ও সুজাত মোল্লা’র সমর্থকরা গ্রামের প্রাইমারী স্কুলের সামনের ত্রি-মনিয়ামে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কুপাকুপি হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা স্থানের পাশের একটি বাড়ির ছাদ থেকে মহিলা’রা ইট পাটকেল ছুড়ে কয়েকজনকে আহত করেছে। এসময় ঘটনা স্থানে সুজাত গ্রুপের ইছাহাক জয়াদ্দারের ছেলে আশরাফুল ইসলাম (৩৭) আলম মিনে (৫৫) আসলাম মোল্লা (৫০) ঠান্ডু মিনে (৬০) রবিউল জয়াদ্দার (৫৫) ওবায়দুর রহমান (৪৫) আহত হয়। মুলা খান গ্রুপের মিলন খা’সহ ৪ জন আহতের খবর পাওয়া গেছে।আহতদের মধ্যে আলম মিনে গুরুতর আহত বলে জানা গেছে।বর্তমানে আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এলাকাবাসী জানান, রাজনৈতিক সহিংসতা বিরাজমান। অনেকদিন থেকে এলাকায় উত্তেজনা ছিল।তারই ধারাবাহিকতার জের ধরে এমন ঘটনা সৃষ্টি হয়েছে।এমন সংবাদ পেয়ে পুলিশের উপস্থিতিতে সবাই দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান কবির হোসেনের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন,বিশেষ গুরুত্বপূর্ণ কাজে আমি ঢাকাতে রয়েছি। আমি মুঠো ফোনে মারামারির ঘটনা জানতে পেরেছি। তবে এ ব্যাপারে আমি কিছুই জানিনা। তবে আমি চাইনা আমার ইউনিয়নে কোন রকম গ্যাঞ্জাম-ফ্যাসাদ হোক নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী পরিবারের সদস্য জানান, সকাল বেলা মমিনের চায়ের দোকানে চা পান করার সময় মোলায়েম খানের লোকজন সুজাতের লোকজনের উপর আকস্মিক হামলা ঘটায়। গত শীত মৌসুমে কবুতর চুরির ঘটনার জের ধরে এমন ঘটনার সূত্রপাত হয়।
১১ views