রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঝিনাইদহে ক্লিনিক থেকে নবজাতক শিশু চুরি
ঝিনাইদহ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে একটি প্রাইভেট ক্লিনিক থেকে নবজাতক কন্যাসন্তান চুরি হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এক অপরিচিত নারী বাচ্চাটিকে নিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শিশুটি কালীগঞ্জ পৌরসভাধীন বলিদাপাড়ার ইজিবাইক চালক মনিরুল ইসলামের সন্তান। নবজাতক হারিয়ে যাওয়ার পর স্বজনরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন এবং ক্লিনিক মালিকের ওপর হামলা করেন।
শিশুর বাবা মনিরুল ইসলাম বলেন, সোমবার সকালে স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেন। এরপর ক্লিনিকের ৩ নম্বর কেবিনে রাখা হয়। কন্যা ও তার মা সুস্থ ছিলেন। বিকেলে এক অপরিচিত নারী এসে বাচ্চাকে কোলে নিয়ে আদর করেন এবং বিভিন্ন ধরনের গল্প করতে থাকেন। পরে তিনি ক্লিনিকের রিসিভশনে বসেছিলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘ওই মহিলা কোনো রোগীর আত্মীয় হবেন ভেবে কেউ তাকে সন্দেহ করেননি। সন্ধ্যায় শিশু এবং তার মায়ের সঙ্গে স্বজনরা যখন ইফতার নিয়ে ব্যস্ত ছিলেন, তখন কোনো এক সময় বাচ্চাকে নিয়ে তিনি চলে যান।’
সংবাদ পেয়ে ক্লিনিকে আসেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম। তিনি জানান, প্রাথমিকভাবে চুরি হওয়া বাচ্চার বাবার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেয়া হয়েছে। আমরা যতদ্রুত সম্ভব বাচ্চাটি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি।
এদিকে ক্লিনিক মালিক আব্দুল হামিদ জানান, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর দুজনই সুস্থ ছিলেন। কিন্তু সন্ধ্যায় সবাই যখন ইফতারে ব্যস্ত ছিলেন, তখন কেউ বাচ্চাটিকে নিয়ে গেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.