রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঝিনাইদহে চলছে মশক নিধন ও পরিচ্ছন্ন কর্মসূচী
মোঃ ইনছান আলী ঝিনাইদহ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ
ঝিনাইদহে মহামারি করোনার মধ্যে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে মশক নিধন কর্মসূচী শুরু করেছে পৌরকর্তৃপক্ষ। বুধবার সকালে শহরের নতুন হাটখোলা, এইচ এসএস সড়ক, পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ঔষধ ছেটানো হয়। এছাড়াও পরিচ্ছন্ন কর্মসূচী পালন করা হয়। এসময় সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, ছাত্রলীগ নেতা আল ইমরানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, "পৌরসভা এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঔষধ ছেটানো হচ্ছে। সেই সাথে জেলা ছাত্রলীগের সহায়তায় পরিচ্ছন্ন অভিযানও চালানো হচ্ছে। জাতির পিতার ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৪৬ দিন এ পরিচ্ছন্ন অভিযান ও মশক নিধন অভিযান চালানো হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.