রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঝিনাইদহে ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ জরিমানা আদায়
মোঃ আতিকুর রহমান শৈলকুপা, ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহ ছয় উপজেলায় করোনাকালীন ট্রাফিক পুলিশ রেকর্ড পরিমাণ জরিমানা আদায় করেছে । বিভিন্ন সড়কে বে-আইনি ভাবে চলাচলকারী মোটরযান থেকে এসব জরিমানা আদায় করা হয়। জুলাই মাসের ৩১ দিনে ১৫ লাখ ২৪ হাজার টাকা আদায় করেছে ট্রাফিক পুলিশ। অবৈধ মোটরযানের বিরুদ্ধে ৪৭৪ টি মামলা হয়েছে। এরমধ্যে ৩৮৮ মামলা নিষ্পত্তি হয়েছে। জুন মাসে ৬ উপজেলায় জেলায় রুজু করা ৬১০ টি মামলায় জরিমানা আদায় করা হয় প্রায় ২৫ লাখ টাকা। আগে কখনও এত বেশি টাকা জরিমানা আদায় হয়নি। শেষ দুই মাস জুড়েই জেলায় চলছে বিশেষ বিধিনিষেধ ও লকডাউন। জুন মাসে বেশিরভাগ চলাচলে বিশেষ বিধিনিষেধ ও লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। এ ছাড়া জুলাই মাস জুড়েই চলছে সরকার ঘোষিত লকডাউন। বিধিনিষেধ ও লকডাউনের সময় নিয়মিত চেকপোস্ট বসিয়ে জেলা ট্রাফিক পুলিশের একাধিক টিম চলাচলকারী অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযানে নামে। ফলে এ দুই মাসে রেকর্ড পরিমাণ জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহে কর্মরত ট্রাফিক ইনসপেক্টর সালাহউদ্দিন বলেন, জেলার ৬ উপজেলায় করোনাকালে প্রতিদিনই অবৈধ মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেকপোস্ট বসানো হচ্ছে। নিয়মিত জরিমানা ও মামলা করা হচ্ছে। কিন্তু জনগনকে খুব একটা সচেতন করা যাচ্ছে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.