রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপাসহ আটক-১
মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলংকারসহ সুমন আলী নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর-বংকিরা গ্রামের মাঠের রাস্তা থেকে তাকে আটক করা হয়। জব্দ করা হয় একটি ইজিবাইক। আটককৃত সুমন আলী চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রামের আবুল বাশারের ছেলে। সেসময় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন ও সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা উপস্থিত ছিলেন।পুলিশের কাছে খবর ছিল চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে রূপা ঝিনাইদহে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এসআই সেলিম রেজা, এএস আই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর-বংকিরা গ্রামের মাঠের রাস্তায় চেকপোস্ট বসায়। সন্দেহ হলে একটি ইজিবাইকের গতিরোধ করে তারা সেসময় ইজিবাইক চালক সুমন হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সীটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি রূপার অংলকার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.