রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ | ৫ শাওয়াল ১৪৪৬
ঝিনাইদহে প্রেমিকার হাতে আঙটি দেখে প্রেমিকের আত্মহত্যা!
সম্রাট শাহ্ ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ প্রেমিকার বিয়ের খবরে কে না ব্যাথিত হয় ? তারপর আবার ছেলে পক্ষের লোকজন যদি আঙটি পরিয়ে এনগেজমেন্ট করে, তাহলে তো প্রেমিক ব্যাথিত হতেই পারে! আর এমন একটি বিরহের ঘটনায় বিষপানে আত্মহত্যা করেছে সবুজ হোসেন (২০) নামে এক যুবক। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামচচন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সবুজ একই গ্রামের এক যুবতীকে ভালোবসতেন। গত বুধবার ওই যুবতীর হাতে এনগেজমেন্টের আঙটি দেখে ব্যাথিত হন প্রেমিক সবুজ। প্রেমিকার হাতে বিয়ের আঙটি দেখে পরদিন বিষপান করেন তিনি। তাকে প্রথমে হরিণাকুন্ডু ও পরে অবস্থার অবনতি ঘটছে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তির পর শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান। গ্রামবাসির ভাষ্যমতে, স্থানীয় একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল সবুজের। ক’দিন আগে মেয়েটিকে পচ্ছন্দ করে আঙটি পরিয়ে যায় ছেলে পক্ষ। দীর্ঘদিনের প্রেমিক ছাড়া অন্য ছেলেকে বিয়েতে প্রেমিকার সম্মতি থাকায় সবুজ চরমভাবে ব্যাথিত হয়ে বিষপান করেন বলে গ্রামবাসি জানান। এ বিষয়ে হরিণাকুন্ডুু থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রেমঘটিত কারণে তিনদিন আগে ছেলেটি বিষপান করে হাসপাতালে ভর্তি ছিলো। তার মৃত্যুর খবর শুনেছি। তবে লাশ এখনো গ্রামের বাড়িতে আসেনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.