রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঝিনাইদহে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে
সম্রাট শাহ্ ঝিনাইদহ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ প্রতিবন্ধী দেলোয়ার হোসেন। হুইলচেয়ারে বসে বাবার সঙ্গে এসেছিলেন ভোট দিতে। লাঠি ভর দিয়ে কেন্দ্রে গিয়ে তার বাবাকে নিজের পছন্দের প্রার্থীর কথা বলেন। এর পর গোপন কক্ষে গিয়ে প্রতিবন্ধী ছেলের ভোট দিয়ে দেন বাবা ফজর আলী।এমন চিত্র দেখা গেছে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে।প্রতিবন্ধী দেলোয়ার হোসেন তেমন কথা বলতে পারেন না। তার পরও তিনি অস্পষ্ট কথায় বোঝান, তিনি ভোট দিয়েছেন।দেলোয়ার হোসেনের বাবা ফজর আলী জানান, ভোটের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক ও নাম দেখানো হয় দেলোয়ারকে। এর পর তিনি সেগুলো দেখে জানান কাকে ভোট দিতে হবে। পরে দেলোয়ারের প্রতিনিধি হয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া হয়।কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী জানান, এই কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ২৬৮। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিবন্ধী দেলোয়ারের ভোট প্রদানে সহযোগিতা করা হয়েছে।চতুর্থ ধাপে ঝিনাইদহে ১৫ ইউপি নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে ভোটগ্রহণের জন্য কেন্দ্রের ব্যালট পেপার বাদে সব উপকরণ গতকাল কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে বলেও জানান তিনি।রোববার সকাল ৮টা থেকে ১৫ ইউনিয়নে ১৪৮ ভোটকেন্দ্রে ভোট শুরু হয়েছে। চলবে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত। এতে ১৫ ইউপিতে ৭২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এবারের নির্বাচনে ২ লাখ ৫৩ হাজার ৫০০ জন ভোটার তাদের ভোট দেবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ করতে বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, আনসার সদস্য, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.