মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃ সাইবার ক্রাইম প্রতিরোধে সময়োপযোগী পদ্ধতি হতে পারে কমিউনিটি সংলাপ। তাই আজ সকাল ১০ ঘটিকার সময় সৃজনী ফাউন্ডেশন ঝিনাইদহের একমাত্র কমিউনিটি রেডিও ঝিনুক কর্তৃক আয়োজন করা হয় একটি কমিউনিটি সংলাপের অনুষ্ঠান টি আয়োজন করা হয় সৃজনী কনফারেন্স রুমে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার অতিরিক্ত পুলিশ সুপার ঝিনাইদহ সদর সার্কেল সেই সাথে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম রায়হান সভাপতি ঝিনাইদহ প্রেসক্লাব,উপস্থিত ছিলেন জনাব রাশিদুর রহমান রাসেল উপজেলা ভাইস চেয়ারম্যান ঝিনাইদহ সদর,অনুষ্ঠান টি তে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মোঃ ফরিদ উদ্দিন সাইবার কন্সালটেন্ট দি ড্রীম একাডেমী ঝিনাইদহ, উপস্থাপনায় ছিলেন পারভীন নাহার স্টেশন ম্যানেজার রেডিও ঝিনুক ও অনুষ্ঠান টির সভাপতিত্ব করেন জনাব সোহেলী পারভীন উপ নির্বাহী পরিচালক সৃজনী ফাউন্ডেশন,সেই সাথে অনুষ্ঠান টি তে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ।অনুষ্ঠানটির আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলেন ইমন হাসান সিনিয়র অনুষ্ঠান প্রযোজক রেডিও ঝিনুক,আরো ছিলেন ফহাদ হোসেন ও মোঃ ইমন আলী প্রযোজক রেডিও ঝিনুক, উক্ত অনুষ্ঠানে আলোচনা করা হয় সাইবার ক্রাইম প্রতিরোধে সমাজের সর্বসকলের কি করণীয় সে বিষয়ে এবং কিভাবে সবাই সাইবার ক্রাইম প্রতিরোধে এগিয়ে আসতে পারে সে ব্যাপারে।অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন সুইজারল্যান্ড দুতাবাস ও বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।সভাপতির বক্তব্যে জনাব সোহেলী পারভীন বলেন এই সাইবার ক্রাইম প্রতিরোধে প্রশাসন ও আমাদের মত সাধারণ জনগণ কে ঐক্যবদ্ধ হতে হবে।
৩ views