রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঝিনাইদহে স্ত্রীর মামলায় সওজের প্রকৌশলী র্যাবের হাতে আটক
মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃ স্ত্রীর দায়ের করা মামলায় ঝিনাইদহ র্যাবের হাতে আটক হয়েছেন মাগুরা সড়ক বিভাগের উপ-সহকারী আহসানুল কবির টিটো। স্ত্রী শাহানাজ পরভীনকে যৌতুকের দাবীতে নির্যাতন করা মামলায় মাগুরা থেকে তাকে আটক করা হয়। টিটো শৈলকুপা উপজেলার কোর্টপাড়া এলাকার মৃত গোলাম মজনুর ছেলে। তার বিরুদ্ধে স্ত্রী শাহানাজ পারভিন শৈলকুপা থানায় মামলা করেন। পুলিশ জানায়, প্রকৌশলী আহসানুল কবির টিটুর সাথে আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে শাহানাজ পারভীনের বিয়ে হয়। ১০ বছর সংসার জীবনে তাদের ২টি সন্তান রয়েছে। গত ৩০ অক্টোবর স্ত্রীকে যৌতুকের টাকার জন্য বেধড়ক মারপিট করে ঘরে আটকে রাখেন টিটু। হাসপাতালেও তাকে যেতে দেয় না। এঘটনায় শাহানাজ পারভীন বাদী হয়ে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১১ (গ) ধারায় মামলা করেন। মামলা নং ৬। মামলার পর থেকে আহসানুল কবির টিটো পলাতক ছিল। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ র্যাব তাকে মাগুরা থেকে আটক করে রাতে শৈলকুপা থানায় হস্তান্তর করে। গতকাল বুধবার টিটোকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। গ্রেফতারের আগে প্রকৌশলী টিটো বলেছিল, তার স্ত্রীর মামলাটি সাজানো। গত ২৬ অক্টোবর স্ত্রী শাহনাজ পারভিনকে তিনি তালাক দিয়েছেন। ফলে ৩০ অক্টোবর যৌতুকের জন্য স্ত্রীকে মারধর অবান্তর।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.