রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঝিনাইদহ সদর থানাকে সন্ত্রাস,মাদক ও দূর্নীতি মুক্ত করার ঘোষনা দিলেন ওসি সোহেল রানা
সম্রাট শাহ্ ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা সদর থানাকে সন্ত্রাস, দূর্নীতি ও মাদক মুক্ত মডেল থানা গড়ার অঙ্গীকার ব্যক্ত করে সকল মুসল্লীদের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ করেন। শুক্রবার হামদাহ বাসস্ট্যান্ড জামে মসজিদে পবিত্র জুমার নামায আদায়ের সময় সকল মুসল্লীদের সাথে মতবিনিময় কালে মসজিদে অবস্থানরত মুসল্লিদের সাথে সালাম বিনিময়ের সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আলোচনার শুরুতে তিনি মহান সৃষ্টকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন যে বৈশ্বিক মহামারীর মত কঠিন সময়ে তিনি আমাদের হেফাজত করেছেন। এবং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মৃত্যুহার অনেক কম। করোনা ভাইরাসের ভয়াবহতার নানা দিক তুলে ধরে তিনি বলেন করোনা ভাইরাস এখনো পৃথিবী থেকে বিদায় নেয়নি,অতএব পরবর্তী ঢেউ থেকে সুরক্ষার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরিধানের জন্য বিশেষ অনুরোধ করেন। আলোচনার এক পর্যায়ে সম্মানিত মুসল্লীদের সামনে সমাজে মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং সকল অভিভাবককে সার্বক্ষনিক তার সন্তানদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য পরামর্শ দেন।মাদকাসক্ত ব্যক্তির কারনে তার পরিবার ধ্বংসের দিকে চলে যায়। একপর্যায়ে তার প্রভাব গোটা সমাজের উপর প্রভাব ফেলে বলে তিনি উল্লেখ করেন। মাদক একটা পরিবার, সমাজ দেশ তথা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। স্ব, স্ব দায়িত্বের জায়গায় থেকে সমাজের মানুষের জন্য কাজ করার ও অনুরোধ করেন । তিনি সাধারন মানুষের সেবার বিষয়টি নিশ্চিত করে বলেন আপনারা বিপদে পড়লে বা কোন অসুবিধায় পড়লে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কোন মাধ্যম হয়ে আসার দরকার নেই। থানায় অভিযোগ বা জিডি করতে কোন টাকা দেবার প্রয়োজন নেই। যদি কোন ব্যক্তি অনৈতিক অর্থ লেনদেনের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি জানান। তিনি সাধারন মানুষের পাশে থেকে পুলিশের সেবা দোরগোড়ায় পৌঁছে দিবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।সবশেষে তিনি সকল মানুষের সুস্বাস্থ্য কামনা করে সকল অন্যায় অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে পুালিশ প্রশাসনের সাথে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল ধর্মপ্রান মুসলমানদের অনুরোধ করেন। ঝিনাইদহ সদর উপজেলার সকল মানুষের সহযোগিতা পেলে ঝিনাইদহ সদর থানাকে একটি সন্ত্রাস মাদক, দূর্নিতীমুক্ত আদর্শ থানা গড়বেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.