শুরুটা দারুণ হয়েছে বহুল প্রতীক্ষিত হলিউডি সিনেমা 'ব্ল্যাক উইডো'র। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে মুক্তি পায় সিনেমাটি। অবমুক্তির পঞ্চম দিনেই বেশ দারুন বক্স অফিসের সাফল্য পেয়েছে।
স্কারলেট জোহানসন অভিনীত এই সিনেমা করোনা মহামারীর মধ্যেও বক্স অফিসে ঝড় তুলেছে বলা যায়।
বক্স অফিস মোজোর প্রতিবেদন অনুসারে, 'সিনেমাটি মুক্তির পঞ্চম দিন পর্যন্ত আমেরিকাতেই আয় করেছে ৯৫.২৩ মিলিয়ন মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে সিনেমাটি আয় করেছে ৭৮ মিলিয়ন মার্কিন ডলার।
সব মিলিয়ে সিনেমাটির এখন অব্দি মোট আয় ১৭৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার। সিনেমাটি অনলাইন প্লাটফর্ম ডিজনি প্লাস দিয়ে কয়েকটি দেশে উপভোগ করা যাচ্ছে।
ব্ল্যাক উইডো সিনেমাটি একই নামের মার্ভেল কমিক্স চরিত্রের উপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটি পরিচালনা করেছেন কেট শর্টহ্যান্ড। অভিনয় করেছেন নাতাশা রোমানোফ হিসেবে স্কার্লেট জোহ্যানসন।
পাশাপাশি আরও রয়েছেন ডেভিড হারবোর, ফ্লরেন্স পিউ, ও-টি ফ্যাগবেনলে এবং র্যাচেল ভাইস।
প্রসঙ্গত, বছর দুই আগে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়। পরবর্তীতে করানোসহ নানা জটিলতায় সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে নানা বিরম্বনা দেখা যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]