তোফায়েল আহমদ , গাজীপুর মহানগর প্রতিনিধি: বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় গাজীপুরের টঙ্গীতে প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব শুভ বড়দিন ও খ্রীস্টীয় নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীর দু’টি সমবায় প্রতিষ্ঠান” দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ” ও দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মি. আগষ্টিন পিউরিফিকেশন।
টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড জিনু মার্কেট খ্রিস্টানপাড়ায় উদযাপিত হবে ২৫ ডিসেম্বর বড়দিনের বিশাল আয়োজন সকাল থেকে রাত পর্যন্ত। বড়দিনের এই অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনীর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক ও খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরিফিকেশন সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন , আজ থেকে দুই সহস্রাধিক বছর আগে জেরুজালেমের কাছাকাছি বেথলেহেম নগরীর এক গোয়ালঘরে জন্মেছিলেন খ্রিস্ট ধর্মের প্রর্বতক যিশুখ্রিস্ট। ৩৩ বছরের স্বল্প স্থায়ী জীবনে তিনি মানুষকে শুনিয়েছেন শান্তির বানী, ভালোবাসার কথা। হিংসা-দ্বেষ, পাপ- পংকিলতা থেকে মানুষকে মুক্ত করাও ছিল তার প্রবর্তিত ধর্মের অন্যতম মূল কথা। তার শান্তির বানী শাশ্বত, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য।অত্যন্ত দারিদ্র্য পরিবেশে তিনি বড় হলেও তিনি সকল খ্রিস্টান প্রজাতিকে শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষকে ভালোবাসা যায়। জীবন দশায় মানুষকে ভালো বাসার মধ্যে ক্ষমা করে কিভাবে আপন করে নেওয়া যায়। কিভাবে অসহায় গরীব দুঃখী মানুষদের পাশে থেকে সকলের সেবা করা যায়।