মোঃ মাসুম, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সহিংসতা ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, উপজেলা সহকারী কমিশনার ভূমি উছেন মে, পরিদষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার,স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা ইসলাম, টঙ্গীবাড়ী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহকারী মৎস কর্মকর্তা জাকরি মৃধা, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আলম সিকদার বাচ্চু, মিলেনুর রহমান মিলন, মো: আক্তার হোসেন মোল্লা, আনোয়ার হালদার, আ. রহিম মিয়া, দীন ইসলাম, মহিউদ্দিন হালদার, লিটন ঢালী, আরিফ হালদার, নুর হোসেন বেপারী, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক দেলোয়ার খান, পল্লি বিদ্যুৎ ডিজিএম মাধব নাগ, অধ্যক্ষ মো: নুরুল মোমেন, রফিকুল ইসলাম, সিএ অনিক হাসান প্রমুখ। সভায় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, প্রধান মন্ত্রীর দেয়া উপহার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বিতরণের কার্যক্রম, মাদক, চুরি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।