স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস হেরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই ৪ বল খেলে ০ রানে আউট হয়েছেন লিটন দাস। সিরিজ বাঁচানোর এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
প্রথম ওয়ানডেতে থাকা পেসার হাসান মাহমুদকে বিশ্রাম দেয়া হয়েছে। তার বদলি একাদশে সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন।
এর আগে ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ দল। তাই এই ম্যাচটি বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। সঙ্গে সিরিজ হার এড়ানোর সুযোগ। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই।
জিততেই হবে এমন সমীকরণ সামনে থাকলেও তামিম বাহিনীর সমস্ত মনোযোগ এখন ব্যাটসম্যানদের ঘিরে। কারণ প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছে সফরকারীদের। তাই টাইগার বাহিনীর ব্যাটে রান দেখাই সবচেয়ে প্রার্থিত বিষয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]