বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে প্রত্যাশিত জয় দিয়ে ওয়ানডে সুপার লিগ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (শুক্রবার) সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা।
আগের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এবার টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তারা নিয়েছে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। প্রথম ম্যাচে আগে ব্যাট করে ম্যাচ হারলেও, আজ ফের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছে ক্যারিবীয়রা।
প্রথম ওয়ানডেতে ৯৭ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে আছে টাইগাররা। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে ১০ মাস পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ। ম্যাচটি দিয়ে দীর্ঘ বিরতির পর জাতীয় দলের জার্সিতে ফিরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরা হোন তিনি। এ ছাড়া ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের অভিষেক হয় এই সিরিজের প্রথম ম্যাচটি দিয়ে।
জৈব সুরক্ষা বলয়ে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে দ্বিতীয় ম্যাচেও ম্যাচে থাকছে না দর্শকের উপস্থিতি।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল মাঠে নেমেছে ছয় নতুন মুখ নিয়ে। দলটির সিনিয়র কয়েকজন খেলোয়াড় করোনার কারণে সফরে আসেননি। ফলে দলটিকে বলা হচ্ছে খর্বশক্তির দল। সফরকারী দলের ৬ জন ক্রিকেটারের অভিষেক ওয়ানডে ম্যাচ এটি। পুরো দলের ওয়ানডে অভিজ্ঞতা মাত্র ১০৫ ম্যাচের। প্রায় ছয় বছর আগে আইরিশদের বিপক্ষে ৫ খেলোয়াড়ের অভিষেক ঘটিয়েছিল ইংল্যান্ড। আইসিসির পূর্ণাঙ্গ কোনো সদস্য দেশের ক্ষেত্রে এত বেশি খেলোয়াড়ের অভিষেকের সর্বশেষ নজির ছিল এটাই। উইন্ডিজ তো তাদেরও ছাড়িয়ে গেল।
বাংলাদেশ ওয়ানডে একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, র“বেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া দা সিলভা, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলঝেরি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভমেন পাওয়েল, রেইমন রেইফার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]