বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ তিন ম্যাচের ওয়ানডে ম্যাচ দিয়ে ২০ মার্চ থেকে শুরু হবে। এই সিরিজের জন্য বুধবার ১৩ সদস্যের ওয়ানডে দল ঘোষণা নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। চোটের কারণে আগেই বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন।
ওয়ানডে দলে জায়গা হয়েছে তিন নতুন মুখের। এরা টপ অর্ডার ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও উইল ইয়াং এবং অলরাউন্ডার ড্যারিল মিচেল। উইলিয়ামসনের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরার কথা থাকলেও জায়গা হয়নি পেসার লকি ফার্গুসনের। বাদ পড়েছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সেরা হওয়া লেগ স্পিনার ইশ সোধিরও।
নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও উইল ইয়াং।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]