শেখ মিহাদ: নতুন ভাইরাস,ভাইরাসের নাম ” মোটরসাইকেল এক্সিডেন্ট” এই ভাইরাসে দেশে গতবছর মারা যায় ২ হাজার ২১৪ জন যাদের প্রায় ৯০% তরুণ৷ এ বছর প্রথম চার মাসে এখন পর্যন্ত মারা গেছে ৮৩০ জন এরাও প্রায় সবাই তরুণ৷দেশে এখন মোটরসাইকেলের সংখ্যা ৩৬ লাখ৷ জীবনের প্রয়োজনে এটি একটি ভালো যানবাহন হতে পারে কিন্তু অপ্রোয়জনীয় কাজেই বেশী ব্যবহার করে এটি উঠতি বয়সী তরুণরা৷বাবা মায়েদের কাছে কিশোরদের তরুণদের আবদারে পরিণত হয়েছে এটি! আপনার সন্তানকে তখনই মোটরসাইকেল কেনার পরামর্শ দিন যখন সে মোটরসাইকেলের দায়িত্ব নিতে শিখেছে৷ নিজের টাকায় যেদিন কিনতে পারবে সেদিনই চালানোর অনুমতি দিন৷ মোটরসাইকেলের তেল কেনার মতো আয়ও যার নেই তারাই মোটরসাইকেল চালিয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়৷ কারন মোটরসাইকেলের প্রতি তার মায়া নেই ঠিক যেমনটা মায়া নেই তার নিজের জীবনের প্রতি!এই ভাইরাস ভয়ংকর! একদম স্পট ডেড! তাই সচেতন হোন৷আপনার জীবনের মূল্য আপনার কাছে না ও থাকতে পারে।অন্যনের জীবন কেরে নেওয়ার অধিকার ও আপনার নেই।ওভারটেক করতে গিয়ে যাকে ধাক্কা দিচ্ছেন হয়তো সে তার পরিবারের উপার্জন করার একজন।তার মূল্য তার পরিবারের কাছে আকাশের মত।