বিধান রায়,টাঙ্গাইল প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ টাঙ্গাইলে পানিতে ডুবে সহদর দুই ভাই- বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। নিহত শিশুরা টাঙ্গাইল পৌরসভার পশ্চিম আকুর-টাকুর পাড়ার আদম মন্ডলের মেয়ে আবিদা (১২) ও ছেলে রিফাত (১০)। শনিবার (২২ মে) দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।জানাগেছে, টাঙ্গাইলের সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফলিয়াটা গ্রামে বাবার সাথে বিয়ের দাওয়াত খেতে যায়। শনিবার দুপুরে আবিদা ও সিফাত আত্নীয়ের পাশের বাড়ির পুকুরে ভাড়াটিয়া রেনু বেগমের সাথে গোসল করতে নামে। রেনু বেগম গোসল শেষে করে শুকনো কাপড় আনতে বাড়িত যায়।কাপড় নিয়ে এসে দেখে শিশুদুটি পুকুরের পানিতে ভাসছে।পরে স্থানীয়রা পুকুর থেকে ওই সহোদর দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করে। এ ব্যপারে দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া জানান, নিহত শিশু দুইটি বাবার সাথে আত্মীয় বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যায়। আজ শনিবার দুপুরে আত্বীয় বাড়ীর পাশের একটি পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে। স্থানীয় শাহ আলম জানান, শ্রীফলিয়াটা গ্রামের রেনু বেগম আদম মণ্ডলের বাসায় ভাড়া থেকে শহরে আয়ার কাজ করতেন। রেনু বেগমের ছেলে বিয়ের দাওয়াত খেতে গত শুক্রবার আবিদা ও রিফাতকে নিয়ে শ্রীফলিয়াটা গ্রামে যান। শনিবার সকাল সাড়ে ১১টায় তাদের বাড়ি পাশ্ববর্তী এক পুকুরে রেনু বেগমের সঙ্গে ওই দুই ভাই-বোন গোসল করতে যান। তাদের পুকুর ঘাটে রেখে রেনু বেগম বাড়িতে কাপড়ের জন্য যান। ফিরে এসে দেখতে পান তারা পানিতে ভেসে রয়েছে।টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।
২২ views