মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
আগামীকাল ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসাবে টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলনেতা হিসাবে বাংলাদেশ সফর করবেন।
তার সঙ্গে থাকছেন ভারতের ইলেকশন কমিশনার ডিরেক্টর জেনারল মিঃ নারায়না বালা সুব্রামানিয়ান এবং প্রিন্সিপাল সেক্রেটারি মিঃ মোহাম্মদ উমর। গত ৩ জানুয়ারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব শেখ মোঃ ফয়সাল মোস্তফা আমিনের স্বাক্ষরিত অফিসিয়াল পত্রে এ তথ্য পাওয়া যায়। টাঙ্গাইল জেলা প্রশাসনের একটি সুত্র খবরটি নিশ্চিত করেন।
স্বাগতিক কর্মকর্তা এবং পরারাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. শাহ আলম খোকন জানান, ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা যাবেন টাঙ্গাইল জেলায়। আর মিঃ নারায়নবালা সুব্রামানিয়ান চাঁদপুর ও লক্ষীপুর জেলা এবং মিঃ মোহাম্মদ উমর পরিদর্শন করবেন খুলনা ও যশোহর জেলার নির্বাচনী এলাকা।
বাংলাদেশ সফরকালে মিঃ ধর্মেন্দ্র শর্মা টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর)নির্বাচন পর্যবেক্ষণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি ৬ জানুয়ারী টাঙ্গাইল পৌঁছাবেন এবং ৭ জানুয়ারী নির্বাচন পর্যবেক্ষণ শেষে ঢাকা ফিরবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]