টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে খান আহমেদ শুভ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বিজয়ীর নাম ঘোষণা করেন।
তিনি বলেন, ‘নির্বাচনে খান আহমেদ শুভ ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকে জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।’
এছাড়াও ইলেকট্রনিক ভোটিং মেশিনে অনুষ্ঠিত নির্বাচনে ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পাওয়ার, কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু অংশ নেন।
নির্বাচনে ১২১ কেন্দ্রের ৭৫৬ কক্ষে তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন পছন্দের প্রার্থীকে ভোট দেন।
গত ১৬ নভেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন। এরপর ৩০ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]