আগামী ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) মহান বিজয় দিবস। এদিন দেশব্যাপী সরকার ঘোষিত সাধারণ ছুটি। পরের দুদিন শুক্র ও শনিবার (১৭ এবং ১৮ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এ ছাড়া অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। বিজয় দিবস আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে এসব প্রতিষ্ঠানে কর্মরতরাও দুদিন ছুটি পাচ্ছেন।
সাধারণত ঈদ ছাড়া সরকারি চাকরিজীবীদের একটানা ৩ দিনের ছুটির নজির কম। তবে বৃহস্পতিবার অথবা রবিবার নির্ধারিত কোনো ছুটি থাকলে একটানা ৩ দিনের ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
২০২১ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি। সাধারণ ছুটির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, মে দিবস (১ মে), ৭ মে জুমাতুল বিদা, ১৪ মে ঈদুল ফিতর, ২৬ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২১ জুলাই ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩০ আগস্ট জন্মাষ্টমী, ১৫ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।
এ ছাড়া নির্বাহী আদেশে মোট ছুটি ছিল ৮ দিন। শবেবরাত, বাংলা নববর্ষ, শবেকদর, ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ঈদুল আজহার আগে ও পরের দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি ছিল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]